রঙের সাথে আরেকটি রঙ মিশিয়ে হরেক রকমের রঙ তৈরি করে চলো
বন্ধুরা ভাল আছো তো সবাই?
জানি অাপনারা সবাই ভাল আছন। কি করে জানি? কারণ আমি যে যাদুর রাজা। আর এই যাদুর রাজা আজকে অাপনাদের বানানো শিখাবো নতুন নতুন হরেক রকমের রং। সেই রং নিয়ে আজ খেলবো আমরা, সাজবো সবাই সং। অাপনারা কি জানো, শুধুমাত্র পাঁচটি রঙ আছে যা দিয়ে তুমি যেমন রঙ চাও তেমন রঙ বানাতে পারবে। লাল, নীল, হলুদ, সাদা আর কালো হচ্ছে সেই পাঁচটি রঙ। এবার চলেন দেখি একটি রঙের সাথে আরেকটি রঙ
মিশালে কি হয়? লাল ও নীলে বেগুনী হয় এটা তো তোমরা জানো। কিন্তু‘ বেগুনীর সঙ্গে হলুদ মিশালে গাড়ো বাদামী রঙ হয় তা কি তোমরা জানো? নীল ও হলুদ রঙ এক সঙ্গে মিশালে সবুজ রঙ হয়। লালের সাথে অল্প পরিমাণ কালো রঙ মিলে হবে খয়েরি। গোলাপী চাও? তাহলে লালের সাথে একটু সাদা রঙ মিশাও। এছাড়া সাদা ও কালো রঙ দিয়ে তৈরি হয় ধূসর রঙ। আকাশি রঙটি হবে সাদা রঙের সাথে সামান্য একটু নীল মিশালে। আগুনের রঙ চাইলে লালের সাথে হালকা হলুদ রঙ মিশাও। যে কোন রঙের সাথে সাদা মিশালে রঙটি হালকা হয়ে যাবে। একই ভাবে একটি রঙের সাথে আরেকটি রঙ মিশিয়ে হরেক রকমের রঙ তৈরি করে চলো সবাই একসাথে রঙের দুনিয়ায় মাতি।
জানি অাপনারা সবাই ভাল আছন। কি করে জানি? কারণ আমি যে যাদুর রাজা। আর এই যাদুর রাজা আজকে অাপনাদের বানানো শিখাবো নতুন নতুন হরেক রকমের রং। সেই রং নিয়ে আজ খেলবো আমরা, সাজবো সবাই সং। অাপনারা কি জানো, শুধুমাত্র পাঁচটি রঙ আছে যা দিয়ে তুমি যেমন রঙ চাও তেমন রঙ বানাতে পারবে। লাল, নীল, হলুদ, সাদা আর কালো হচ্ছে সেই পাঁচটি রঙ। এবার চলেন দেখি একটি রঙের সাথে আরেকটি রঙ
মিশালে কি হয়? লাল ও নীলে বেগুনী হয় এটা তো তোমরা জানো। কিন্তু‘ বেগুনীর সঙ্গে হলুদ মিশালে গাড়ো বাদামী রঙ হয় তা কি তোমরা জানো? নীল ও হলুদ রঙ এক সঙ্গে মিশালে সবুজ রঙ হয়। লালের সাথে অল্প পরিমাণ কালো রঙ মিলে হবে খয়েরি। গোলাপী চাও? তাহলে লালের সাথে একটু সাদা রঙ মিশাও। এছাড়া সাদা ও কালো রঙ দিয়ে তৈরি হয় ধূসর রঙ। আকাশি রঙটি হবে সাদা রঙের সাথে সামান্য একটু নীল মিশালে। আগুনের রঙ চাইলে লালের সাথে হালকা হলুদ রঙ মিশাও। যে কোন রঙের সাথে সাদা মিশালে রঙটি হালকা হয়ে যাবে। একই ভাবে একটি রঙের সাথে আরেকটি রঙ মিশিয়ে হরেক রকমের রঙ তৈরি করে চলো সবাই একসাথে রঙের দুনিয়ায় মাতি।
Sky colour + yellow colour = what colour
ReplyDeleteভাই অটি পরে আগে বলেন কোন রনের সাথে কোন রন মিশিয়ে গোলাপি পাওয়া যাবে?
Deleteসাদা
Deleteসাদা+লাল=গোলাপী
Deleteফিরোজা রং কিভাবে পাবো
Deleteআমি গোল্ড কালার রং কিভাবে তৈরি করবো
ReplyDeleteহলুদ+কমলা=গোল্ড
Deleteআমি গোল্ড কালার রং কিভাবে তৈরি করবো
ReplyDeleteহলুদ+কমলা=গোল্ড
Deleteআমি গোল্ড কালার রং কিভাবে তৈরি করবো
ReplyDeleteহলুদ+কমলা=গোল্ড
Deleteআমারও একই প্রশ্ন সোনালী কি করে বানাবো?
ReplyDeleteহলুদ+কমলা=গোল্ড
Deleteআমি লাল রং কিভাবে বানাবো
ReplyDeleteবেগুনি কালার রং
Deleteহলুদ+কমলা=লাল
Deleteগাড় সবুজ কিভাবে তৈরীকরব?
ReplyDeleteহলুদের সাথে একটু বেশি পরিমাণে মিশিয়ে
Deleteগারো সবুজ কিভাবে করবো
Deleteআমি ক্রিম রং এর পাউডার কিভাবে সাদা রং এর পাউডার করব ।
ReplyDelete
ReplyDeleteআমি লাল রং কিভাবে বানাবো ????
হলুদ+কমলা=লাল
Deleteআমাকে দয়া করে ১০ টা রঙের বৈচিত্র্য কেউ বলবেন?
ReplyDeleteনীল রং এর উপর কোন রং দিলে কালো রং হয়
ReplyDeleteকোন দুটি রং মিশালে লাল রং পাওয়া যায়
ReplyDeleteহলুদ আর কমলা
Deleteকোন দুটি রং মিশিয়ে স্টিল কালার রং পাওয়া যাবে
ReplyDeleteকালো+ফিরোজা=স্টিল/সিলভার কালার
Deleteকোন দুটি রং মিশিয়ে স্টিল কালার রং পাওয়া যাবে
ReplyDeleteকালো+ফিরোজা=স্টিল/সিলভার কালার
Deleteকমলা রং কি কি রং মিশিয়ে বানাবো
ReplyDeleteহলুদ আর লাল
Deleteকালো রং কিভাবে করব
ReplyDeleteসব রঙের মিশ্রণে কালো রঙ হয়
Deleteকমলা রং কিভাবে বানাবো
ReplyDeleteলাল+হলুদ=কমলা
Deleteকাঠ রং
ReplyDeleteজলপাই রং কিভাবে তৈরি করব
ReplyDeleteসবুজ+কমলা=জলপাই রঙ
Deleteকত টুকু পরিমানে দিবো দুইটা
Deleteকমলা রং কি কি রং মিশিয়ে বানাবো
ReplyDeleteলাল + হলুদ = কমলা
Deleteসিলভার কালার কিভাবে হবে
ReplyDeleteকালো+ফিরোজা=সিলভার
Deleteগোল্ড কালার রং আমি কিভাবে বানাতে পারবো?
ReplyDeleteহলুদ+কমলা=সোনালী
Deleteবার্নিশকালার কিভাবে হবে
ReplyDeleteGolden+brown=??
ReplyDeleteম্যজেন্টা রঙের উপর কি রঙ মেসব
ReplyDeleteআমারও একই প্রশ্ন
Deleteগ্রে কালার কোন কোন কালার মেশাবে
ReplyDeleteসাদা রংটা গাঢ় কিভাবে করবো? একবার সাদা রং মারলে হালকা দেখা যায়।
ReplyDeleteআমার ও সেইম প্রশ্ন
DeleteSada rong ar sathe 5% blue misiye din...
Deleteরানী গোলাপি রঙ কিভাবে বানাবো
ReplyDeleteসব রং মিশাইলে কোন রং হবে?
ReplyDeleteসব রঙের মিশ্রণে কালো হয়
Deleteহালকা সবুজ রং কিভাবে বানাবো
ReplyDeleteভাই মাটি কালার রং কিভাবে বানাবো। প্লিজ বলেন
ReplyDeleteআমারও সেই প্রশ্ন
Deleteফিরোজা কালার?
ReplyDeleteকালো+ হলুদ+সাদা মেশালে কি রং হবে
ReplyDeleteনীল রঙ কিভাবে তৈরী করবো
ReplyDeleteমানুষ কালার কি করে বানায়
ReplyDeleteলাল+গোল্ডেন
ReplyDeleteকি রং হবে?
মেজেন্টা রং কিভাবে বানাবো
ReplyDeleteহালকা বেগুনি কি রঙ মিশালে পাওয়া যায়?
Deleteটিয়া কালার রং হয় কোন রং এর মিশ্রনে
ReplyDeleteনেভীব্লু রং কিভাবে বানাবো
ReplyDeleteমা
ReplyDeleteভাই সিএনজি কালার রং টা কিভাবে বানাবো একটু বলবেন
নেবি ব্লু কালার কিভাবে বানানো যায়।
ReplyDeleteজাম কালার কিভাবে বানাবো
ReplyDeleteভ্যাট লাল রং কিভাবে করা যায়?
ReplyDeleteসাদা+ বেগুনী=?
ReplyDelete