Header Ads

রঙের সাথে আরেকটি রঙ মিশিয়ে হরেক রকমের রঙ তৈরি করে চলো

বন্ধুরা ভাল আছো তো সবাই? 
জানি অাপনারা সবাই ভাল আছন। কি করে জানি? কারণ আমি যে যাদুর রাজা। আর এই যাদুর রাজা আজকে অাপনাদের বানানো শিখাবো নতুন নতুন হরেক রকমের রং। সেই রং নিয়ে আজ খেলবো আমরা, সাজবো সবাই সং। অাপনারা কি জানো, শুধুমাত্র পাঁচটি রঙ আছে যা দিয়ে তুমি যেমন রঙ চাও তেমন রঙ বানাতে পারবে। লাল, নীল, হলুদ, সাদা আর কালো হচ্ছে সেই পাঁচটি রঙ। এবার চলেন দেখি একটি রঙের সাথে আরেকটি রঙ



মিশালে কি হয়? লাল ও নীলে বেগুনী হয় এটা তো তোমরা জানো। কিন্তু‘ বেগুনীর সঙ্গে হলুদ মিশালে গাড়ো বাদামী রঙ হয় তা কি তোমরা জানো? নীল ও হলুদ রঙ এক সঙ্গে মিশালে সবুজ রঙ হয়। লালের সাথে অল্প পরিমাণ কালো রঙ মিলে হবে খয়েরি। গোলাপী চাও? তাহলে লালের সাথে একটু সাদা রঙ মিশাও। এছাড়া সাদা ও কালো রঙ দিয়ে তৈরি হয় ধূসর রঙ। আকাশি রঙটি হবে সাদা রঙের সাথে সামান্য একটু নীল মিশালে। আগুনের রঙ চাইলে লালের সাথে হালকা হলুদ রঙ মিশাও। যে কোন রঙের সাথে সাদা মিশালে রঙটি হালকা হয়ে যাবে। একই ভাবে একটি রঙের সাথে আরেকটি রঙ মিশিয়ে হরেক রকমের রঙ তৈরি করে চলো সবাই একসাথে রঙের দুনিয়ায় মাতি।

74 comments:

  1. Sky colour + yellow colour = what colour

    ReplyDelete
    Replies
    1. ভাই অটি পরে আগে বলেন কোন রনের সাথে কোন রন মিশিয়ে গোলাপি পাওয়া যাবে?

      Delete
    2. ফিরোজা রং কিভাবে পাবো

      Delete
  2. আমি গোল্ড কালার রং কিভাবে তৈরি করবো

    ReplyDelete
  3. আমি গোল্ড কালার রং কিভাবে তৈরি করবো

    ReplyDelete
  4. আমি গোল্ড কালার রং কিভাবে তৈরি করবো

    ReplyDelete
  5. আমারও একই প্রশ্ন সোনালী কি করে বানাবো?

    ReplyDelete
  6. আমি লাল রং কিভাবে বানাবো

    ReplyDelete
  7. গাড় সবুজ কিভাবে তৈরীকরব?

    ReplyDelete
    Replies
    1. হলুদের সাথে একটু বেশি প‍রিমাণে মিশিয়ে

      Delete
    2. গারো সবুজ কিভাবে করবো

      Delete
  8. আমি ক্রিম রং এর পাউডার কিভাবে সাদা রং এর পাউডার করব ।

    ReplyDelete

  9. আমি লাল রং কিভাবে বানাবো ????

    ReplyDelete
  10. আমাকে দয়া করে ১০ টা রঙের বৈচিত্র্য কেউ বলবেন?

    ReplyDelete
  11. নীল রং এর উপর কোন রং দিলে কালো রং হয়

    ReplyDelete
  12. কোন দুটি রং মিশালে লাল রং পাওয়া যায়

    ReplyDelete
  13. কোন দুটি রং মিশিয়ে স্টিল কালার রং পাওয়া যাবে

    ReplyDelete
    Replies
    1. কালো+ফিরোজা=স্টিল/সিলভার কালার

      Delete
  14. কোন দুটি রং মিশিয়ে স্টিল কালার রং পাওয়া যাবে

    ReplyDelete
    Replies
    1. কালো+ফিরোজা=স্টিল/সিলভার কালার

      Delete
  15. কমলা রং কি কি রং মিশিয়ে বানাবো

    ReplyDelete
  16. কালো রং কিভাবে করব

    ReplyDelete
    Replies
    1. সব রঙের মিশ্রণে কালো রঙ হয়

      Delete
  17. কমলা রং কিভাবে বানাবো

    ReplyDelete
  18. জলপাই রং কিভাবে তৈরি করব

    ReplyDelete
    Replies
    1. সবুজ+কমলা=জলপাই রঙ

      Delete
    2. কত টুকু পরিমানে দিবো দুইটা

      Delete
  19. কমলা রং কি কি রং মিশিয়ে বানাবো

    ReplyDelete
  20. সিলভার কালার কিভাবে হবে

    ReplyDelete
    Replies
    1. কালো+ফিরোজা=সিলভার

      Delete
  21. গোল্ড কালার রং আমি কিভাবে বানাতে পারবো?

    ReplyDelete
    Replies
    1. হলুদ+কমলা=সোনালী

      Delete
  22. বার্নিশকালার কিভাবে হবে

    ReplyDelete
  23. ম্যজেন্টা রঙের উপর কি রঙ মেসব

    ReplyDelete
  24. গ্রে কালার কোন কোন কালার মেশাবে

    ReplyDelete
  25. সাদা রংটা গাঢ় কিভাবে করবো? একবার সাদা রং মারলে হালকা দেখা যায়।

    ReplyDelete
    Replies
    1. আমার ও সেইম প্রশ্ন

      Delete
    2. Sada rong ar sathe 5% blue misiye din...

      Delete
  26. রানী গোলাপি রঙ কিভাবে বানাবো

    ReplyDelete
  27. সব রং মিশাইলে কোন রং হবে?

    ReplyDelete
    Replies
    1. সব রঙের মিশ্রণে কালো হয়

      Delete
  28. হালকা সবুজ রং কিভাবে বানাবো

    ReplyDelete
  29. ভাই মাটি কালার রং কিভাবে বানাবো। প্লিজ বলেন

    ReplyDelete
  30. ফিরোজা কালার?

    ReplyDelete
  31. কালো+ হলুদ+সাদা মেশালে কি রং হবে

    ReplyDelete
  32. নীল রঙ কিভাবে তৈরী করবো

    ReplyDelete
  33. মানুষ কালার কি করে বানায়

    ReplyDelete
  34. লাল+গোল্ডেন
    কি রং হবে?

    ReplyDelete
  35. মেজেন্টা রং কিভাবে বানাবো

    ReplyDelete
    Replies
    1. হালকা বেগুনি কি রঙ মিশালে পাওয়া যায়?

      Delete
  36. টিয়া কালার রং হয় কোন রং এর মিশ্রনে

    ReplyDelete
  37. নেভীব্লু রং কিভাবে বানাবো

    ReplyDelete
  38. মা



    ভাই সিএনজি কালার রং টা কিভাবে বানাবো একটু বলবেন

    ReplyDelete
  39. নেবি ব্লু কালার কিভাবে বানানো যায়।

    ReplyDelete
  40. জাম কালার কিভাবে বানাবো

    ReplyDelete
  41. ভ্যাট লাল রং কিভাবে করা যায়?

    ReplyDelete

Powered by Blogger.